চারদিনেই হারল ইংল্যান্ড

  29-11-2016 04:36PM

পিএনএস: মোহালি টেস্টেও ব্যাটিংটা ভালো হল না ইংল্যান্ডের। দুই ইনিংসের একটিতেও তিন’শ এর কোটা ছুঁতে পারেনি সফরকারীরা।

ফলে টেস্টও জেতা হয়নি তাদের। করতে পারেনি ড্রও। ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় টেস্টের চতুর্থ দিনেই ভারতের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হার মেনেছে ইংল্যান্ড। এ হারের ফলে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ল সফরকারীরা।

মোহালি টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৮৩ রান সংগ্রহ করে। জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৪১৭ রান। ১৩৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। এবারও তারা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি।

দ্বিতীয় ইনিংসে ২৩৬ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। তাতে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ১০৩ রান। সেই রান তাড়া করতে নেমে ২০.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। পার্থিব প্যাটেল ৬৭ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৬ রানে অপরাজিত থাকেন কোহলি। ২৫ রান করে আউট হন চেতেশ্বর পূজারা। আর শূন্য রানে আউট হন মুরালি বিজয়।

সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড-
প্রথম ইনিংস : ২৮৩/১০ ( বেয়ারস্টো ৮৯, বাটলার ৪৩; সামি ৩/৬৩)
দ্বিতীয় ইনিংস : ২৩৬/১০ (হাসিব ৫৯*, ওকস ৩০; অশ্বিন ৩/৮১)।

ভারত-
প্রথম ইনিংস : ৪১৭/১০ (জাদেজা ৯০, অশ্বিন ৭২; স্টোকস ৫/৭৩; রশিদ ৪/১১৮)
দ্বিতীয় ইনিংস : ১০৪/২ (প্যাটেল ৬৭, পূজারা ২৫; রশিদ ১/২৮)।

ফল : ভারত ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : রবীন্দ্র জাদেজা (ভারত)
সিরিজ : ভারত ২-০ ব্যবধানে এগিয়ে।


পিএনএস/বাকিবিল্লাহ্



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন