ঢাকা ডায়নামাইটসে আরও এক ক্যারিবীয়ান

  29-11-2016 05:27PM

পিএনএস:ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, রনসফোর্ড বিটেনের পর ঢাকা ডায়নামাইটসে যোগ দিয়েছেন ক্যারিবীয়ান ওপেনার এভিন লুইস। মঙ্গলবার (২৯ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

জিম্বাবুয়েতে তিন জাতির সিরিজ শেষ করে গতকাল ঢাকায় আসেন ওয়েস্ট ইন্ডিজের ইনফর্ম ব্যাটসম্যান এভিন লুইস। ২৩ নভেম্বর বুলাওয়েতে শ্রীলঙ্কার বিপক্ষে ১২২ বলে ১৪৮ রানের ইনিংস খেলেন তিনি।

বিপিএলের গত আসরে একমাত্র সেঞ্চুরিটি এসেছিল লুইসের ব্যাট থেকেই। বরিশাল বুলসের হয়ে ৬৫ বলে অপরাজিত ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ঢাকার বিপক্ষে ৯ উইকেটের জয় উপহার দেন লুইস। এবার ঢাকার হয়ে খেলতে এসেছেন এ হার্ডহিটার ব্যাটসম্যান।

ক্যারিবীয় বাকি তিন ক্রিকেটারের মধ্যে ডোয়াইন ব্রাভো নিয়মিত ম্যাচ খেলছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। আন্দ্রে রাসেল প্রথম ম্যাচ খেলার পর অনুশীলনে হাঁটুর ইনজুরিতে পড়েন। দেশে ফিরে যান। ইনজুরি কাটিয়ে বিপিএলের বাকি ম্যাচগুলো খেলতে ঢাকায় ফেরেন গতকাল। রনসফোর্ড এখনো ম্যাচ পাননি।

এই চার ক্যারিবীয়ান ছাড়াও ঢাকা ডায়নামাইটসে খেলছেন শ্রীলঙ্কান তিন তারকা কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে এবং সেকুজি প্রসন্ন। এছাড়া ইংল্যান্ডের রবি বোপারা ও ম্যাট কোলস আছেন দলে।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন