আসিফ পাগল : মুশফিক

  30-11-2016 01:39AM

পিএনএস ডেস্ক : সংবাদ সম্মেলনে মুশফিককে কেউ এতটা উত্তেজিত হতে দেখেনি। মঙ্গলবার গায়ক আসিফের নাম শুনতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন। শুধু রাগ করেই থামেননি। আসিফকে পাগল পর্যন্ত বলেছেন।

সম্প্রতি আসিফ নিজের ফেসবুকে দেয়া স্ট্যাটাসে দাবি করেন, বরিশালের কিছু খেলোয়াড় ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিক এ বিষয়ে মুশফিকের দৃষ্টি আকর্ষণ করতেই মুশফিক বলেন, ‘কী আর বলব! শোনার পর এবং নিজের চোখে দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। উনি আমাদের দেশে প্রায় সেলিব্রেটি এবং এত শিক্ষিত একজন মানুষ, তার মুখ থেকে এরকম কথা আসবে বা লিখবে এরকম, এটা বিরক্তিকর ও লজ্জাজনক। কারণ খেলোয়াড় হিসেবে আমি যে দলেই খেলি না কেন, এই দলেও আমরা দেশি-বিদেশী সবাই এত কষ্ট করে খেলছে, এত পেশাদারিত্ব, এটাই আমাদের রুটি-রোজগার, এটার সঙ্গে যদি কেউ বেঈমানি করে, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না।’

‘উনি যেটা লিখেছেন, খুব কষ্ট লাগছে। উনি এটা মাথা ঠিক অবস্থায় লিখেছেন নাকি বেঠিক অবস্থায়, নিজেও জানি না। আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে উনাকে, সামনে পেলে প্রশ্ন করব, কোন পরিস্থিতি দেখে আপনার মনে হয়েছে বা কোন দেশি বা বিদেশী খেলোয়াড় জড়ি। উনি লিখেছেন যে উনি নিশ্চিত, কিন্তু প্রমাণ নেই। এটা কোন ধরণের ভাষা! এটাই বলে দেয় উনি কোন সেন্সে ছিলেন।’ বলেন মুশফিক।

আসিফের খেলার প্রতি ভালোবাসা আছে, এটা স্বীকার করেও মুশফিক বললেন, ‘এরকম কথা পাগল না হলে বলা সম্ভব না। তারও খেলার প্রতি প্যাশন আছে, অনেক ভাবে জড়িত ছিলেন। এরকম লোকের কাছ থেকে এরকম অভিযোগ আসা হতাশাজনক। উনি বলতে পারতেন যে আমাদের খেলায় উনি আপসেট। সেটা হতেই পারে। উনি কেন, বরিশালবাসী সবাই আপসেট। ভালো করতে পারছি না, এটা অন্য কথা। কিন্তু উনি যেভাবে লিখেছেন, একজন মানুষের পক্ষে এটা লেখা সম্ভব না, পাগল ছাড়া।’

বরিশালের কিছু খেলোয়াড় ফিক্সিংয়ে জড়িত এমন সন্দেহে আকসু ও বিসিবিকে তদন্তের আহবান জানিয়ে এই গায়ক লিখেছেন, ‘আমার দল বরিশাল বুলসের বিদেশী এবং দেশী খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আমি নিশ্চিত, প্রমাণ নেই। তবে বিসিবি এবং আকসু যদি তীক্ষ্ণ দৃষ্টি দেয় তাহলে অবশ্যই তারা প্রমাণ খুঁজে পাবেন আমার বিশ্বাস।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন