হেরে মাথা গরম ছিল মুশফিকের : আসিফ

  30-11-2016 01:50AM

পিএনএস ডেস্ক : চলতি বিপিএলে বরিশাল বুলসের ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ করে সোমবার নিজের ফেসবুকে পোস্ট দেন জনপ্রিয় কন্ঠশিল্পি ও দলটির ব্যান্ড অ্যাম্বাসেডর আসিফ ইকবাল। সেই পোস্টে তোলপাড় বিপিএল অঙ্গণ।

মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে আসিফ আকবরের এক হাত নিয়েছেন বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি আসিফ ইকবালকে পাগল পর্যন্ত বলেছেন।

মুশফিকের কড়া সমালোচনার জবাব দিয়েছেন কন্ঠ শিল্পি আসিফ আকবর। তিনি বলেন,‘ আজও দল হেরেছে, এ জন্য হয়তো মুশফিকের মেজাজ খারাপ ছিল। মাথা একটু গরম ছিল। তাই ওভাবে কথাগুলো বলেছে। আমি এটাকে বড় করে দেখছি না। তার সঙ্গে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক রয়েছে। তাকে আমি পছন্দ করি। অনেক স্নেহ করি।তার কথায় আমি কিছু মনে করিনি।’

মুশফিককে এসব কথায় কান না দেওয়ার আহবান জানিয়ে আসিফ বলেন,‘ তিনি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। তাকে আরো অনেক দূর যেতে হবে। অনেক দায়িত্ব তার কাঁধে। অনেকেই অনেক কিছু বলবে। তার এসব নিয়ে পড়ে থাকলে চলবে না।’

ফেসবুকে করা নিজের সেই মন্তব্য তুলে নিবেন কিনা তা দু:খপ্রকাশ করবেন কিনা এমন প্রশ্নে জনপ্রিয় এ কণ্ঠ শিল্পি বলেন,‘ দেখেন, আমি শুরু থেকেই বলছি, এটা নিতান্তই আমার ব্যক্তিগত অভিমত। এটা দলীয় কোনো বক্তব্য নয়। আমার কাছে যেটা মনে হয়েছে, অন্যের কাছে সেটা মনে নাও হতে পারে।’

সোমবার নিজের ফেসবুকে আসিফ আকবর লিখেন, ‘১৭, ১৮, ১৯ এবং ২০ নম্বর ওভার গুলোতে ব্যাটসম্যানরা হয়ে যায় প্রতিবন্ধী আর বোলাররা হয়ে যায় বাঘ। টি-টোয়েন্টি ক্রিকেট জুয়ার অপর নাম। দর্শক হিসেবে মাঠে যাই খেলা দেখতে আর আমাদের নিয়ে খেলা হয় টেবিলে। সন্দেহ ঢুকেছে প্রেসবক্সেও।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন