কার্লসেনের টানা তৃতীয় শিরোপা

  01-12-2016 01:42PM

পিএনএস: বিশ্ব দাবার শিরোপাটি প্রায় নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন ম্যাগনাস কার্লসেন।

নরওয়ের এই দাবাড়ু টানা তৃতীয়বারের মতো বিশ্ব দাবা চাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে বুধবার ১২ রাউন্ড লড়াই শেষে টাইব্রেকারে রাশিয়ার সের্গেই কারিয়াকিনকে হারিয়ে শিরোপা জেতেন কার্লসেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতার ফাইনালে দুজনের নির্ধারিত ১২ ম্যাচের ১০টিই ড্র হয়, একটি করে ম্যাচ জেতেন দুজন। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে চারটি ম্যাচের দুটি ড্র হয়, অন্য দুটিতে জিতে তৃতীয়বারের মতো বিশ্ব দাবার শিরোপা উৎসবে মাতেন কার্লসেন।

এর আগে ২০১৩ সালে চেন্নাইয়ে আগের চার আসরের চ্যাম্পিয়ন ভারতের বিশ্বনাথ আনন্দকে হারিয়ে প্রথমবার বিশ্ব দাবার শিরোপা জিতেছিলেন কার্লসেন। নরওয়ের এই দাবাড়ু পরের বছর রাশিয়ার সোচিতে বিশ্বনাথকে হারিয়েই জেতেন টানা দ্বিতীয় শিরোপা। আর এবার কারিয়াকিনকে হারিয়ে জিতলেন হ্যাটট্রিক শিরোপা।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন