প্রতিশোধের ম্যাচে মুখোমুখি দুই বন্ধু

  02-12-2016 01:29PM


পিএনএস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তাদের দুজনের বন্ধুত্বের কথা এখন সর্বজনবিদিত। দুজনেই ক্রিকেট বিশ্বের খ্যাতিমান তারকা। বর্তমানে দুজনেই দুটি টিমের ক্যাপ্টেন। সাকিব আল হাসান আর তামিম ইকবালের দল ঢাকা ডায়নামাইটস আর চিটাগং ভাইকিংস আজ মুখোমুখি হচ্ছে প্রতিশোধের ম্যাচে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া ৬টায় শুরু হবে ম্যাচটি।

তামিমের কাছে প্রতিশোধের ম্যাচই তো বটে। কারণ চলতি বিপিএলের প্রথম পর্বে বন্ধুর কাছে হেরেছিলেন তামিম। গেইল আসার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে চিটাগং। অধিনায়ক তামিমের ব্যাটেও রানের ফুলঝুড়ি ছুটছে। অন্যদিকে অলরাউন্ড পারফর্মেন্সে দলকে জিতিয়ে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুরুতে পিছিয়ে থেকেও এখন ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিবের ঢাকা।

তামিম ইকবালের চিটাগং ও সমান ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সুতরাং সেরা চারে যাচ্ছে দুই দলই। তবে তার আগে একটু শক্তি পরীক্ষা করে নিতে চাইবে তারা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন