ক্ষমতার দ্বন্দ্বের নেতিবাচক প্রভাব ব্যাডমিন্টনে

  02-12-2016 11:31PM

পিএনএস ডেস্ক : ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সমিতির ক্ষমতার দ্বন্দ্বের নেতিবাচক প্রভাব পড়েছে জাতীয় দলের ক্যাম্পে। সমিতির কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার অনাকাঙ্খিত ঘটনা ঘটে উডেন ফ্লোর জিমন্যাসিয়ামে। তাতে জাতীয় দলের ৮ খেলোয়াড় নিরাপত্তার দাবি করে ফেডারেশনকে চিঠি দিয়েছেন।

নিরাপত্তামূলক ব্যবস্থা না দিলে তারা ক্যাম্পে যোগ না দেয়ার হুমকিও দিয়েছেন। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম জিলানী বলেছেন,‘আমরা একটা চিঠি পেয়েছি। সেখানে ৮ জনের স্বাক্ষর দেখেছি। তবে ক্যাম্প বর্জনের কোনো লেখা দেখিনি। তারা নিরাপত্তা চেয়েছেন। আমরা বিষয়টি নিয়ে বসবো।’

আসন্ন ইউনেক্স-সানরাইজ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের জন্য ৮ পুরুষ ও ৪ নারী শাটলার নিয়ে জাতীয় দল ঘোষণা করা হয়েছে। উডেন ফ্লোর জিমন্যাসিয়ামে চলছে তাদের অনুশীলন। সেখানেই ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি গঠন নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতিও হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন