টানা ছয়বার বর্ষসেরা উসাইন বোল্ট

  03-12-2016 03:34PM

পিএনএস: ২০০৮ সাল থেকেই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার জিতে চলেছেন উসাইন বোল্ট। ব্যতিক্রম হয়নি এবারো। রিও অলিম্পিকে 'ট্রিপল ট্রিপল' জেতার পর এবছরও বর্ষসেরা অ্যাথলেট বিবেচিত হয়েছেন বিশ্বের সবচেয়ে দ্রুততম এই দৌড়বিদ।


বোল্টের সাথে এবার বর্ষসেরা নারী অ্যাথলেটের পুরস্কার জিতেছেন ইথিওপিয়ার দূরপাল্লার দৌড়বিদ আলমাজ আয়ানা। রিওতে ১০ হাজার মিটারে মাত্র ২৯ মিনিট ১৭.৪৫ সেকেন্ড সময় নিয়ে ২৩ বছর ধরে টিকে থাকা বিশ্বরেকর্ড ভাঙেন তিনি।

ষষ্ঠবারের মতো পুরস্কার জিতে দারুণ খুশি বোল্ট। 'অবশ্যই দারূন একটা বিষষ। গত কয়েক বছর ধরেই পরিশ্রম করছি আমি। আর তারই ফল হচ্ছে এই পুরস্কারটি।'



পিএনএস/বাকিবিল্লাহ্


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন