আলীর পরই বোল্ট!

  04-12-2016 10:24AM


পিএনএস ডেস্ক: ‘আমি মোহাম্মদ আলী, পেলের মতো কিংবদন্তি হতে চাই’—রিও অলিম্পিকে যাওয়ার আগে বহুবার বলেছেন উসাইন বোল্ট। রিওতে ‘ট্রিপল ট্রিপল’ পূরণের পর অ্যাথলেটিকসে তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন নেই কারো।

এমন সাফল্যে গত পরশু পেয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার। মোনাকোয় সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইএএএফের প্রধান সেবাস্তিয়ান কো বক্সিং কিংবদন্তি আলীর পরই রাখলেন বোল্টকে, ‘উসাইন বোল্ট এক কথায় অসাধারণ। মোহাম্মদ আলীর পর মানুষকে এত বেশি করে বিমোহিত করতে পারেনি আর কেউই। একটা লোক অলিম্পিকে কোনো ইভেন্টে হারেনি, ভাবা যায়?’

এ নিয়ে ষষ্ঠবার পুরস্কারটা পেলেনও বোল্ট। তবে ২০২০ টোকিও অলিম্পিকে খেলবেন না বলে পুরস্কারটা হাতে নিয়ে মজা করলেন সেবাস্তিয়ান কো’কে নিয়ে, ‘জানি কো চায় না আমি অবসর নেই! বয়স থেমে নেই, আমাকেও থামতে হবে। ’

মেয়েদের আইএএএফ বর্ষসেরা হয়েছেন আলমাজ আয়ানা। রিও অলিম্পিকে ১০ হাজার মিটার দৌড়ে ২৩ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে সোনা জিতেছিলেন এই ইথিওপিয়ান। সেই সঙ্গে পেয়েছিলেন ৫ হাজার মিটারের ব্রোঞ্জও। সূত্র: এএফপি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন