বিপিএলে টিকিটের দাম বৃদ্ধি

  06-12-2016 10:55AM

পিএনএস ডেস্ক: বলতে বলতে বিপিএলের অন্তিমলগ্ন চলে এসেছে। চিটাগাং ভাইকিংস বনাম রাজশাহী কিংসের ম্যাচ দিয়ে আজ শুরু হবে প্রথম এলিমিনেটর ম্যাচ। আর দিনের দ্বিতীয় ম্যাচে প্লে অফে ঢাকার বিপক্ষে মাঠে নামবে খুলনা। তবে প্লে অফ ম্যাচ শুরুর আগে টিকিটের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিপিএল কর্তৃপক্ষ।

গ্রুপ পর্বের ম্যাচে পূর্ব গ্যালারীর টিকিটের দাম ছিল ২০০ টাকা। এ পর্বে তা বাড়িয়ে করা হয়েছে ৫০০টাকা। অন্যদিকে দক্ষিণ গ্যালারীর টিকেট করা হয়েছে ৬০০ টাকা। এর দাম ছিল ৩০০ টাকা।

শহীদ মোস্তাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকেটের দাম করা হয়েছে ১০০০ টাকা। ১ম পর্বে এর দাম ছিল ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের দাম ১০০০ টাকা থেকে করা হয়েছে ৩০০০টাকা।

উল্লেখ্য ১ম দিন দুই ম্যাচ হলেও দ্বিতীয় দিন একটি ম্যাচ হবে। কিন্তু টিকেটের দাম থাকবে একই। তবে ৯ ডিসেম্বর ফাইনালের টিকেট সম্পর্কে এখনও দর্শকরা রয়েছে ধোঁয়াশায়।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন