‘বাংলাদেশ আমার সেকেন্ড হোম’

  08-12-2016 02:05AM


পিএনএস : পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। এবারের আসরে পঞ্চম স্থানে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে রংপুর। একটি বেসরকারী টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশকে নিজের 'সেকেন্ড হোম' হিসেবে অ্যাখ্যায়িত করেছেন আফ্রিদি।

সেই সাক্ষাৎকারে বিপিএলের নানা দিক নিয়ে কথা বলেন আফ্রিদি। বাংলাদেশে খেলতে আসার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, 'বাংলাদেশ আমার সেকেন্ড হোম। যখনই আমি বাংলাদেশে খেলতে আসি, এদেশের সমর্থকদের অনেক ভালোবাসা ও সমর্থন পাই। বর্তমান ব্যাট হাতে আমার সময় ভালো যাচ্ছে না, তারপরেও প্রতি ম্যাচে বাংলাদেশের মানুষ আমাকে যেভাবে সমর্থন দিয়েছে তাতে আমি মুগ্ধ। আমি আবারো বাংলাদেশে আসতে চাই।'

এদিকে বিপিএল বাংলাদেশের ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করেন আফ্রিদি। নতুন ক্রিকেটারদের সম্পর্কে এই পাকিস্তানী অল-রাউন্ডার বলেন, 'অনেক তরুণ বিপিএল থেকে উঠে আসবে। বিশেষভাবে আমি মিথুনের নাম বলতে চাই। আমি মনে করি, খুব শিগগিরই সে আবার জাতীয় দলে সুযোগ পাবে।'

উল্লেখ্য, এই পাকিস্তানী ক্রিকেটারের ‘আফ্রিদি ফাউন্ডেশন’ নামে একটি নিজস্ব সামাজিক প্রতিষ্ঠান আছে। ২০১৪ সাল থেকে পাকিস্তানের দরিদ্র মানুষদের শিক্ষা ও চিকিৎসায় কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। পাকিস্তানে ‘আফ্রিদি ফাউন্ডেশন’ অনেক তৎপর। এই কার্যক্রম বাংলাদেশেও ছড়িয়ে দেযার পরিকল্পনা করছেন শহিদ আফ্রিদি।
সূত্র : ওয়েবসাইট

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন