সন্ধ্যায় বিপিএলের হাইভোল্টেজ ফাইনাল

  09-12-2016 09:01AM


পিএনএস: আজ সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে বিপিএলের চতুর্থ আসরের। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

গোটা সিরিজ জুড়ে শক্তিমত্তার পরিচয় দিয়ে হট ফেবারিট ঢাকার প্রতিপক্ষ রাজশাহী কিংসও এখন সমানে সমানে লড়বে। তাই চরম উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা।

শক্তিশালী দল বানিয়ে এবারের আসরের প্রথম থেকেই হট ফেভারিট ঢাকা। তাই ঢাকার ফাইনাল খেলার বিষয়ে একরকম নিশ্চিতই ছিল সবাই। তবে রাজশাহীকে নিয়ে এমন স্বপ্ন দেখেননি ভক্তরা। কারণ সিরিজের শুরু থেকে তাদের পারফর্মেন্স ততটা উজ্জল ছিল না। দল হিসেবেও ততটা তারকাবহুল নয় রাজশাহী। তারপরও স্যামি-সাব্বিরদের নৈপূণ্যে শিরোপার লড়াইয়ে শেষ প্রান্তে আসতে সক্ষম হয়েছে স্যামির দল। ক্যারিবীয়ান সুপারস্টার ড্যারেন স্যামির ব্যাটিং নৈপুণ্য, বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব বিপিএলের ফাইনালে তুলে এনেছে রাজশাহীকে।
হার দিয়ে আসর শুরু করে শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়ায় রাজশাহী। ফলে পয়েন্ট টেবিলের শেষ ও চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট পায় রাজশাহী। এরপর এলিমিনেটর ম্যাচে স্যামির বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে চিটাগাং ভাইকিংসকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জায়গা করে নেয় দলটি। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খুলনাকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে তারা। সেই ম্যাচে সাকিব-নাসির-সাঙ্গাকারা-ব্রাভো-রাসেলে ভরা তারকাদের বিপক্ষে লড়তে হবে রাজশাহীকে।

অন্যদিকে দলগত সাফল্যে ফাইনালে উঠেছে তারকাবহুল ঢাকা ডায়নামাইটস। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ডাবল-লিগের খেলা শেষে ১২ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হিসেবে প্রথম কোয়ালিফাইয়ারে জায়গা করে নেয় ঢাকা। সেখানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল খুলনা টাইটান্সকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে টিকিট পায় আসরজুড়ে দুর্দান্ত খেলতে থাকা সাকিব আল হাসানের দল।

ঢাকার তারকা সমাবেশের বিপক্ষে রাজশাহী যে প্রথমবারের মত শিরোপা অর্জনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তার ইঙ্গিত বিগত ম্যাচগুলিতেই ফুটে উঠেছে। চট্টগ্রাম পর্বের পর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দর্শকদের আনাগোনা বহুগুণ বেড়েছে। আজও কানায় কানায় ভরে উঠবে গ্যালারি-এমনটাই প্রত্যাশা সবার। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন এবং সনি সিক্স।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন