সাকিব-মুশফিকের বিশ্ব রেকর্ড

  13-01-2017 10:56AM


পিএনএস ডেস্ক: বিশ্ব রেকর্ড গড়লেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ গড়লেন এই দুই টাইগার ব্যাটসম্যান। শুধু তাই নয়, এই জুটি নিজ দলের গড়া সর্বোচ্চ পার্টনারশিপও ভেঙে ফেলেছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আজ এই দুর্ধর্ষ জুটির সংগ্রহ ৩০০ রান পেরিয়ে গেছে। টেস্টে কিউইদের বিপক্ষে আর কোনো দলের এই রেকর্ড নেই।

এর আগে তাদের বিপক্ষে পঞ্চম উইকেটে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৮১ রান। সেটা ছিল পাকিস্তানের আসিফ ইকবাল ও জাভেদ মিয়ানদাদ জুটির।

আজ সাকিব-মুশফিক দুর্দান্ত ব্যাটিংয়ে দেড় শতাধিক করেছেন।

এখন সাকিব ডাবল সেঞ্চুরির পথে। ব্যাট করছেন ১৮৪ রান নিয়ে। আর মুশফিকের সংগ্রহ ১৫১ রান।

তাদের রেকর্ড গড়া পার্টনারশিপ ৩৩৭ রানের। বাংলাদেশের সংগ্রহ ৪৯৬ রান।

এর আগে বাংলাদেশের কোনো জুটির সর্বোচ্চ পার্টনারশিপ ছিল ৩১২ রানের। পাকিস্তানের বিপক্ষে খুলনায় এই পার্টনারশিপ গড়েন ইমরুল কায়েস ও তামিম ইকবাল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন