সাকিব-মুশফিকে ৫০০ পেরিয়ে বাংলাদেশ

  13-01-2017 11:08AM

পিএনএস ডেস্ক: বোল্টের তৃতীয় বলে মুশফিকের চার। আর এতেই প্রথম ইনিংসে ৫০০ রান পেরিয়ে গেলো বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫০৩। সাকিব ১৯১ আর মুশফিক ১৫৭ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে দিনের শুরুতে যখন মুমিনুল কোন রান না করেই আউট হয়ে গিয়েছিলেন, তখনই শঙ্কার কালো মেঘ জমে উঠেছিল বাংলাদেশের সমর্থকদের কপালে। না জানি কি হয়! না জানি দ্রুত অলআউট হয়ে যায় বাংলাদেশ; কিন্তু সব শঙ্কা কাটিয়ে দিয়ে দারুণভাবে বাংলাদেশকে খেলায় ধরে রাখলেন সাকিব আল হাসান আর মুশফিকুর রহীম জুটি। কিউই বোলারদের একের পর এক বাউন্ডারিতে আছড়ে ফেলে সাকিব-মুশফিক।এখন পর্যন্ত এ জুটি থেকে এসেছে ৩৪২ রান।

রীতিমত ওয়ানডে স্টাইলে ব্যাট করছেন সাকিব আর মুশফিক। ৮৮-৯৮, এই ১০ ওভারে বাংলাদেশ রান তুলেছে ৬১। টেস্টে এত ঝড়ো ব্যাটিং সত্যিই কল্পনার বাইরে। শুরুতে মুমিনুলকে তুলে নিয়ে কিউই বোলাররা ইঙ্গিত দিয়েছিল দিনটা হয়তো তাদেরই হতে যাচ্ছে; কিন্তু সাকিব-মুশফিকের দৃঢ়তা তাদের সেই স্বপ্নকে ভেঙে খান খান করে দিল। উল্টো দিনটাকে বানিয়ে দিলো বাংলাদেশের। ৮৩.১ ওভারে রান হয়েছিল ৩০০। এরপর ৯১.২ ওভারে হলো ৩৫০। চা বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ১০৩ ওভারে ৪০৭। উইকেট সেই আগের চারটিই। চা বিরতি থেকে এসে আবারো তাদের সেই চিরোচেনা রুপ।

প্রচণ্ড বাতাস আর কনকনে ঠাণ্ডার মধ্যে আগের দিন খেলা হয়েছে মাত্র ৪০ ওভার। বাকি সময়টা ভেসে গেছে বৃষ্টিতে। উইকেটে ছিলেন ইনফর্ম মুমিনুল হক ৬৪ রানে এবং সাকিব আল হাসান ৫ রান নিয়ে। দ্বিতীয় দিনের শুরুতে প্রত্যাশা ছিল মুমিনুল আর সাকিব আল হাসান জুটিটা যতদুর টেনে নিতে পারে। নিউজিল্যান্ড বোলাররা প্রবল পরাক্রমে ঝাঁপিয়ে পড়বে, এটা ছিল জানা কথা। কিউই বোলারদের প্রথমদিন যেভাবে সামলেছেন, দ্বিতীয়দিনও যেন সেভাবে সামলে নিতে পারেন মুমিনুল অ্যান্ড কোং।

কিন্তু দিনের শুরুতেই কিউই বোলারদের সবচেয়ে বড় আঘাতের সম্মুখিন হলেন মুমিনুলই। টিম সাউদির কাঁধ বরাবর লাফিয়ে আসা বলটি প্রথম দিন হলে ছেড়ে দিতেন হয়তো। আজ মুমিনুল ছিলেন একটু বেশি আত্মবিশ্বাসী। এ কারণে বলটি খেলতে গেলেন। কিন্তু ঠিক মতো সংযোগ ঘটাতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল চলে গেলো উইকেটের পেছনে বিজে ওয়াটলিংয়ের হাতে।

দ্বিতীয় দিন শুরুতেই ৬টি বল খেললেন তিনি। কিন্তু কোনো রান আর যোগ করতে পারেননি মুমিনুল। ৬৪ রানেই আউট হয়ে গেলেন। মুমিনুল আউট হওয়ার পর মাঠে নামলেন মুশফিকুর রহীম। প্রথম ওয়ানডে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর সেখান থেকে সেরে উঠে আক্ষরিক অর্থে আজই মাঠে নামলেন মুশফিক। তার ফেরাটা স্বাচ্ছন্দ্যের হয় কি না সেটাই ছিল দেখার।

তবে সাকিব আল হাসানের সঙ্গে মুশফিকের জুটিটা বেশ মানিয়ে গেছে। মুমিনুলের উইকেট পড়াটা শঙ্কায় পরিণত হতে দিলেন না সাকিব-মুশফিক। তাদের জুটিতে ৫০০ পেরিয়ে গেলো বাংলাদেশ।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন