চট্টগ্রামে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত

  13-01-2017 06:36PM

পিএনএস: ‘জীবন বাঁচাতে ও সাজাতে রসায়ন’ স্লোগান সামনে রেখে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যাজলির মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তম রসায়ন অলিম্পিয়াড।

আজ শুক্রবার সকালে রসায়ন অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক অধ্যাপক ড. মনির উদ্দিনের নেতৃত্বে র্যা্লিটি নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়। অলিম্পিয়াডে অংশ নেয় ১২০টি কলেজের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী।

এ সময় আয়োজকরা বলেন, বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করতে এবং তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি উৎসাহী করতে এ উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে। আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে উত্তীর্ণ ১৫ জন করে শিক্ষার্থী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেবে। যেখান থেকে শীর্ষ তিনজন আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানান তাঁরা।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন