তাসকিনের প্রথম টেস্ট উইকেট

  14-01-2017 09:03AM


পিএনএস ডেস্ক: নিউজিল্যান্ডের দলীয় ৩৫ রানেই নিজের প্রথম ওভারে প্রথম টেস্ট উইকেট নেওয়ার স্বাদ পেতে পারতেন অভিষিক্ত তাসকিন আহমেদ। কিন্তু দূর্ভাগ্য তার।

বাংলাদেশ দলের সবচেয় ভালো ফিল্ডারের হাত থেকে ক্যাচ ফসকে গেল! এই তরুণ স্পিডস্টারের বলে জিত রাভালের ক্যাচ ফেলেন সাব্বির রহমান।

কিন্তু এই আক্ষেপ ঘুচান নিজের অষ্টম ওভার করতে এসে। তার প্রথম শিকারে পরিণত হন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ওভারের পঞ্চম বলে চার মেরে ৫৪ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন উইলিয়ামসন। পরের বলেই মুশফিকের বদলি উইকেট কিপার ইমরুল কায়েসের গ্লাভসবন্দী হন তিনি। এখন পর্যন্ত অভিষিক্ত এই তরুণ ৯ ওভার বল করে দিয়েছেন মাত্র ৩৪ রান।

এর আগে জিত রাভালকে ইমরুল কায়েসের ক্যাচে পরিণত করে প্রথম আঘাত হানেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা কামরুল ইসলাম রাব্বি। এটিও তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় উইকেট। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন