বিজয় দিবস টেনিস উদ্বোধন

  14-01-2017 06:36PM

পিএনএস: বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনা ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় শনিবার রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে উদ্বোধন হয়েছে এআইইউবি বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা।

বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা।

পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক অনূর্ধ্ব-১৬ বছর এবং বালক-বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর, অনূর্ধ্ব-১২ বছর, অনূর্ধ্ব-১০ বছর ও অনূর্ধ্ব-৮ বছরসহ ১৩ ইভেন্টে ১৯টি দল হতে মোট ২১৫ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগের চ্যাম্পিয়ন, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ২ লাখ ৩২ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। স্থানীয়ভাবে আয়োজিত কোনো প্রতিযোগিতায় এটাই সবচেয়ে বেশি প্রাইজমানি।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন