বোল্ড হয়ে ফিরলেন মেহেদী মিরাজ

  20-01-2017 10:20AM


পিএনএস ডেস্ক: শান্তর বিদায়ের পর আবারও বিপর্যয়ে বাংলাদেশ। ব্যাটিংয়ে 'ব্যর্থতার ধারাবাহিকতা' বজায় রেখে প্যাভিলিয়নে ফিরলেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই সাড়া জাগানো এই অলরাউন্ডার বোলিংটা এখনও ধরে রাখলেও ব্যাটিংটা যাচ্ছেতাই করছেন। আজ যখন ১০ রান করে ওয়াগনারের বলে বাজেভাবে বোল্ড হয়ে গেলেন তখন তার নামের পাশে এটাই সর্বোচ্চ রান হিসেবে লেখা হয়ে গেল! ৩৬ রান নিয়ে ব্যাট করা নুরুল হাসানের সঙ্গী হলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের রান ৭ উইকেটে ২৪৮।

এর আগে নির্ভরযোগ্য সিনিয়র ব্যাটসম্যানদের বিদায়ে লড়াই করছিলেন অভিষিক্ত দুই তরুণ নাজমুল হোসেন শান্ত আর নুরুল হাসান। ১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর এই জুটিই বাংলাদেশকে পথ দেখাচ্ছিল। দারুণ ব্যাট করে দুজনে মিলে অর্ধশত রানের জুটি গড়ে ফেলেন। জুটিতে ৫৩ রান আসার পরই ভাঙে দুই তরুণের জুটি। টিম সাউদির বলে জিত রাভালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। শান্ত ফিরে যান ৫৬ বলে ১৮ রান করে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন