ছক্কা মেরে তামিমের ফিফটি

  17-02-2017 08:04PM

পিএনএস: পাকিস্তান সুপার লিগ-পিএসএলে এবারের আসরে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ৪০ বল খেলে ফিফটি পূর্ণ করেন পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলা তামিম।

শেষ পর্যন্ত তামিম ইকবাল ৪৬ বলে ৬২ রানে অপরাজিত থাকেন।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জয়লাভ করেন কোয়েটার অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি প্রথমে পেশোয়ারকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

ওপেনিংয়ে নামেন বাংলাদেশের তামিম ইকবাল এবং পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তারা দুজনে ভালোভাবেই ব্যাট করছিলেন। কিন্তু দলীয় ২৮ রান করার পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পর খেলা শুরু হলে আক্রমণে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ।

৪১ রানের জুটি ভাঙেন বাংলাদেশের এ অলরাউন্ডার। রিয়াদের বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন মোহাম্মদ হাফিজ। এরপর কামরান আকমল কোনো রান না করেই হাসান খানের বলে আউট হন। ইয়ন মর্গ্যানও ব্যাট হাতে ভালো করতে পারেননি। তিনি মাত্র ১ রান করে রুশোর বলে আউট হন।

তবে একপাশ আগলে রেখে এবারের আসরে নিজের প্রথম ফিফটি তুলে নেন তামিম।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন