বাংলাদেশের মাটিতে ভারত-পাকিস্তান

  18-02-2017 02:13AM


পিএনএস ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি টুর্নামেন্টে আগামী মাসে বাংলাদেশের মাটিতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।

এসিসির সদস্য আটটি দল নিয়ে আগামী ১৫ মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ আসরে মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

রাজনৈতিক বিরোধে গেল কয়েক বছর ধরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান ক্রিকেট দল।

তবে দ্বিপক্ষীয় সিরিজ বাদে অন্য টুর্নামেন্টে ঠিকই দেখা হচ্ছে তাদের। ঠিক তেমনই অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপেও এবার দেখা হবে ভারত ও পাকিস্তানের। চট্টগ্রামের কক্সবাজার স্টেডিয়ামে ব্যাট-বলের লড়াই করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

এ টুর্নামেন্টে দলের অংশগ্রহণ নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পক্ষ থেকে বলা হয়েছে, ‘টুর্নামেন্টে দল পাঠাবে ভারত। কেননা, এটি এসিসির টুর্নামেন্ট। ভারত-পাকিস্তানের কোন দ্বিপক্ষীয় সিরিজ নয়। এটি ভিন্ন ধরনের লড়াই।’

ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইমার্জিং এশিয়া কাপ।

অনূর্ধ্ব-২৩-এ টুর্নামেন্টে জাতীয় দলের সর্বোচ্চ চারজন খেলোয়াড় অংশ নিতে পারবেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন