শূন্য রানেই কোহলির বিদায়

  24-02-2017 12:42PM

পিএনএস ডেস্ক: সেই ২০১৪ সালে কার্ডিফে সর্বশেষ শুন্যের দেখা পেয়েছিলেন ভারতীয় হার্ড হিটার বিরাট কোহলি। ম্যাচের সংখ্যার হিসেবে ১০৪ ম্যাচ পর এই অঘটন!

এর আগের সিরিজেই হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে টেস্টে টানা চতুর্থ দ্বিশতক হাঁকিয়ে নজর কেড়েছিলেন সারা বিশ্বের। টপ অর্ডার ব্যাটসম্যান পূজারার বিদায়ের পর মাঠে নামেন অধিনায়ক কোহলি। কিন্তু অজি পেসার স্টার্কের এক বলেই এমনভাবে ভেঙে যাবেন সেটা হয়তো গুনাক্ষরেও ভাবেননি ভারতীয় অধিনায়ক।

গতকাল পুণেতে টসে জিতেই ব্যাট করে সফরকারী অজিরা। কিন্তু সকালটা তাদের পক্ষে গেলেও পুরো দিনটা তাদের মতো করে হয়নি। দখলদারিত্ব ছিলো ভারতীয় বোলারদের। সব মিলিয়ে কাল পুরো দিনে ৯ উইকেট হারায় তারা। আজ সকালে বাকি উইকেট খুইয়ে সব মিলিয়ে তাদের রান এসে দাঁড়ায় ২৬০ রানে।

কিন্তু আজকের দিনের শুরুটা কোহলিদেরও ভালো যাচ্ছে না। মাত্র ৬৪ রানেই ৩ উইকেটা হারিয়েছে ভারতীয়রা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন