১০৫ রানেই অলআউট ভারত

  24-02-2017 02:29PM

পিএনএস ডেস্ক: আগের দিনে অজি বাহিনীকে স্পিনের ফাঁদে ফেলে দিনটা নিজেদের করে নিয়েছিলো ভারত। কিন্তু দ্বিতীয় দিনে ভারত ব্যাট করতে নামলে হিস্যাটা কড়া গন্ডায় নিয়েছে স্মিথরা।

আজকের দিনের শুরুতে অস্ট্রেলিয়ার বাকি উইকেট পতনের পর সফরকারীদের দলীয় সংগ্রহ ছিলো ২৬০ রান। নিজেদের মন মতো তৈরি করা পিচে নিজেরাই এভাবে আটকে যাবে সেটা হয়তো স্বপ্নেও ভাবেনি অতিশয় শক্তিশালী ভারত।

১০৫ রানেই আটকে গেলো ভারত। পতনের শুরু হয়েছিলো সপ্তম ওভারের শেষ বল দিয়ে। অজি পেসার হ্যাজলউডের বোলিং তোপে ওয়েডের হাত কট বিহাইন্ড হয়ে পতন যাত্রা শুরু করে ভারত। মাত্র ১৯ বল মোকাবেলা করে ১০ রান করে করে ফিরেন ওপেনার মুরালি বিজয়। দলীয় রান তখন ১ উইকেট হারিয়ে ২৬ রান।

এরপর ফেরেন চেতেশ্বর পূজারা। স্টার্কের বলে তিনিও ফেরেন মাত্র ৬ রানে। ক্যাচ ধরেন একই ফিল্ডার ওয়েড। দলীয় রান তখন ৪৪।

তৃতীয় উইকেটের ঘটনাটি মনে রাখবে ভারত। ১০৪ ম্যাচ পর হার্ড হিটার কোহলি শুন্য রানে বিদায় নেন। এবারও এই উইকেটের দাবিদার স্টার্ক। ক্যাচ ধরেছেন হান্ডকোম্ব। দলীয় রান তখনও ৪৪ এর ঘরেই।

এরপরের শিকারটি করেন স্টিফেন ওকিফি। লোকেশ রাহুলকে ৬৪ রানের মাথায় সাজঘরে ফেরান ওকিফি। একটু বিরতিই ছিলো বলতে হবে। ৪ উইকেট হারানোর পর দলীয় রান তখন ৯৪ রান।

এরপর রাহানেকে ফেরান একই বোলার ওকিফি। মাত্র ১৩ রানে বিদায় নেন এই টপ অর্ডার। ক্যাচ ধরেন হ্যান্ডসকোম্ব। দলীয় রান তখন এক রান বেড়ে ৯৫ রান।

এরপর শুধু আসা যাওয়ার মিছিল দেখেছে ভারতীয়রা। উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহাকে ০ রানে ফেরান একই বোলার ওকিফি। দলীয় সংগ্রহ তখনও ৯৫ রানেই।

অশ্বিন যখন আউট হন তখনও রান ৯৫! ৯৫ রানেই তিনটি উইকেটের পতন দেখেছে ভারতীয়রা। অজি বোলার লিওনের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরতে হয় অল রাউন্ডার অশ্বিনকে। ক্যাচ ধরেন হ্যান্ডসকোম্ব।

এরপর আবার উইকেট শিকারে আসেন ওকিফি। জয়ন্ত যাদবকে ফেরান মাত্র ২ রানে। দলীয় রান তখন ৯৮ রান। স্ট্যাম্প ভাঙ্গেন উইকেট রক্ষক ওয়েড।

৯ম উইকেট রবীন্দ্র জাদেজা। ওকিফির বলে আউট হয়ে ফেরেন তিনি। তিনিও করেন মাত্র ২ রান। দলীয় রান তখন ১০১ রান।

শেষ উইকেটটিও নেন ওকিফি। উমেষ যাদবকে মাত্র ৪ রানে ফিরিয়ে গুড়িয়ে দেন ভারতকে!


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন