মেডেন ওভারে দুই উইকেট সাকিবের

  24-02-2017 09:13PM

পিএনএস : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুক্রবার দিনের প্রথম ম্যাচে সাকিব-তামিমের দল পেশোয়ার জালমির দেয়া ১৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে লাহোর কালান্দার্স। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসে কোনও রান না দিয়ে দুইটি উইকেট নিয়েছেন পেশোয়ার জালমির হয়ে খেলা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

ওভারের প্রথম বলে উমর আকমলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। আর চতুর্থ বলে গ্র্যান্ট এলিয়টকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত লাহোর কালান্দার্সের সংগ্রহ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৭ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে পেশোয়ার জালমি। দলের পক্ষে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ২৪ বল খেলে ৩০ রান করেন। তামিম ইকবাল করেন ৫ রান। আর ৪০ বল খেলে ৫৮ রান করেন কামরান আকমল। লাহোর কালান্দার্সের পক্ষে ইয়াসির শাহ ২টি, সোহেল তানভীর ১টি, আমির ইয়ামিন ১টি ও সুনিল নারিন ১টি করে উইকেট নেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন