ক্রিকইনফোর বর্ষসেরা ক্রিকেটাররা

  25-02-2017 10:46AM

পিএনএস ডেস্ক: ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ২০১৬ সালের ১৩ বিভাগে বর্ষসেরার পুরস্কার ঘোষণা করেছে। ছয়টি বিভাগে বাংলাদেশের ৬ তারকা মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ আর বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের বিপক্ষে স্বপ্নের অভিষেক হয়েছিল মেহেদী হাসান মিরাজের। বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। তার হাত ধরেই প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় পায় বাংলাদেশ। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে সিরিজ সেরা মিরাজ। অভিষেক টেস্ট সিরিজে চমক দেখানো মিরাজ নির্বাচিত হয়েছেন ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার। আর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২২ রানে ৫ উইকেট নিয়ে ২০১৬ সালে টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান।

‘ক্রিকইনফো’ নির্বাচিত ১৩ বিভাগের বর্ষসেরা পুরস্কার জয়ীদের নাম সংক্ষেপে তুলে ধরা হল:

১. বর্ষসেরা অধিনায়ক : বিরাট কোহলি (ভারত)

২. বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান : বেন স্টোকস (ইংল্যান্ড)

৩. বর্ষসেরা টেস্ট বোলার : স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)

৪. বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান : কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)

৫. বর্ষসেরা ওয়ানডে বোলার : সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)

৬. বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান : কার্লোস ব্রার্থওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)

৭. বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার : মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

৮. বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার : মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)

৯. বর্ষসেরা অ্যাসোসিয়েট ব্যাটসম্যান : মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান)

১০. বর্ষসেরা অ্যাসোসিয়েট বোলার : মোহাম্মদ নবী (আফগানিস্তান)

১১. বর্ষসেরা নারী ব্যাটসম্যান : হ্যালি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ)

১২. বর্ষসেরা নারী বোলার : লেই কেসপেরেক (নিউজিল্যান্ড)

১৩. বর্ষসেরা স্ট্যাটসগুরু অ্যাওয়ার্ড : বিরাট কোহলি (ভারত)



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন