জিততে হলে নতুন রেকর্ড করতে হবে

  25-02-2017 02:02PM

পিএনএস ডেস্ক:চতুর্থ ইনিংসে এমনিতেই ৪০০ রানের টার্গেট নিয়ে জয় ছিনিয়ে আনাটা দূরহ ব্যাপার। নিজেদের মাঠে ৪৪০ রানের সেই দূরহ সাধ্যটিই সাধন করতে হবে কোহলিদের।

৪৪১ রান, ভারতের মাটিতে ভারতকেই ছুঁড়ে দেয়া অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ রান। ২০০৪-৫ সালের নাগপুর টেস্টে দিয়েছিলো ৫৪২ রান, ৪৫৬ রানের টার্গেট দিয়েছিলো ব্যাঙ্গালুরুতে। আগের দুটিতে সহজেই জিতেছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয়দের স্পিন ঘূর্ণিতে টালমাটাল স্মিথরা ২৬০ রান করতে সক্ষম হয়। ভারতীয়রা ব্যাটিংয়ে নেমে অজিদের গোপন অস্ত্রের মুখে পড়ে এভাবে বিধ্বস্ত হবে সেটা হয়তো স্বপ্নেও ভাবেননি কোহলিরা।

ও’কিফির ঘূর্ণিতে কার্যত নিজেদের পাতানো ফাঁদেই আটকে গেছে তারা। মাত্র ১১ রানে শেষের সাত উইকেট হারিয়ে সব মিলিয়ে ১০৫ রান করে ভারতীয়রা।

এরপর অজিরা তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একমাত্র স্মিথের শতক হাঁকানো ছাড়া কেউই সুবিধা করতে পারেনি। ওপেনার ডেভিড ওয়ার্নার ১০ রান ও আরেক ওপেনার শন মার্শ শুন্য রানে বিদায়ে নিয়ে প্রাথমিক বিপর্যয়ে পা রাখেন। ৩০ এর ঘরে গিয়ে বিদায় নিয়েছেন তিনজন। তৃতীয় ইনিংসে স্মিথের পর এরাই সর্বোচ্চ!

সব মিলিয়ে ২৮৫ তে গিয়ে থামে অজিদের রানের গাড়ি। আগের ইনিংসের লিডসহ মোট ৪৪০ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়ানরা।

ঘূর্ণি পিচে অস্ট্রেলিয়ার পরীক্ষা নিতে চেয়েছিল ভারত। পাল্টা স্পিনের ফাঁদে জড়িয়ে দ্বিতীয় দিনে বিপর্যস্ত কোহলিরা। চ্যালেঞ্জ এখন ম্যাচ বাঁচানোর।

এখান থেকে ম্যাচ বাঁচানো সম্ভব? জবাবে ভারতীয় এক ক্রিকেট বোদ্ধা জানান, ‘কঠিন। কিন্তু অসম্ভব নয়। মানসিক দৃঢ়তা দেখাতে হবে ব্যাটসম্যানদের। চাপের মুখে নিজেদের সেরাটা দিতে হবে। এই দলে অনেক প্রতিভা রয়েছে। শুধু কঠিন পরিস্থিতিতে নিজেদের প্রয়োগ করতে হবে।’


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন