কিপিং ছাড়ছেন মুশফিক, ব্যাট করবেন চার নম্বরে!

  01-03-2017 05:43PM

পিএনএস ডেস্ক: হায়দরাবাদ টেস্টে সহজ স্ট্যাম্পিং মিস হওয়ার পর প্রশ্ন উঠে টেস্টে উইকেটকিপিং চালিয়েই যাবেন মুশফিকুর রহিম? শেষমেশ গুঞ্জনটা সত্যি হতে চলছে। আসন্ন শ্রীলঙ্কা টেস্টে গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখা যাবে না মুশফিককে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, মুশফিক যাতে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগী হতে পারেন সেজন্য এমন সিদ্ধান্ত নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারেও আসবে পরিবর্তন। ব্যাট হাতে চার নম্বরে দেখা মিলতে পারে মুশফিকের নাম। সবশেষ ভারত এবং নিউজিল্যান্ড টেস্টে ছয় নম্বরে ব্যাটিং করেছিলেন মুশফিক।

যদিও প্রথম টেস্টের দল ঘোষণার পর শ্রীলঙ্কা সফরে কিপিংয়ের মূল দায়িত্বটা মুশফিকের হাতেই থাকবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

‘মুশফিক এখনও আমাদের নাম্বার ওয়ান উইকেটরক্ষক। ও কিপিং ছাড়বে কি-না সেটা ওর ব্যাপার। তবে শ্রীলঙ্কা সফরেও আমাদের মূল কিপার মুশফিক। ওর কোনো সমস্যা হলে সে জায়গায় কিপিং করবে লিটন দাস।’

প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে মুশফিক-মাশরাফিরা। ৭ মার্চ গলে শুরু হবে দুই টেস্টের প্রথমটি। ১৫ মার্চ কলম্বোতে শুরু হবে শেষ টেস্ট। এরপর স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন