মাথা ঝাঁকিয়ে কী বুঝিয়েছিলেন আলিম দার

  18-03-2017 10:52PM

পিএনএস: বোলার মোসাদ্দেক হোসেন সৈকত, আর ব্যাটসম্যান ছিলেন সুরঙ্গা লাকমল। দিনের শেষ বলে এই লঙ্কান ব্যাটসম্যানের বিপক্ষে কট-বিহাইন্ডের একটি জোরালো আবেদন করেন এই বাংলাদেশি বোলার। আম্পায়ার আলিম দার সায় দেওয়ার মতো করে প্রথমে মাথা ঝাঁকালেন। তাই বাংলাদেশি ফিল্ডাররাও আউট হয়েছে ভেবে উল্লাস করতে থাকেন।

অল্প কিছুক্ষণের মধ্যেই আবার আলিম দার জানিয়ে দিলেন- না, আউট হয়নি! বিস্মিত হয়ে গেলেন বোলার সৈকত। পরে রিভিউ নিয়েছে বাংলাদেশ, কিন্তু লাভ হয়নি। তাই অনেকের মনেই প্রশ্ন জাগে তখন, মাথা ঝাঁকিয়ে কী বোঝাতে চেয়ে ছিলেন এই পাকিস্তানি আম্পায়ার।

চতুর্থ দিনের খেলা শেষে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে সৈকত বলেন, ‘আম্পায়ারকে দেখে আমরা ভেবেছিলাম, হয়তো তিনি আউট দিয়েছেন। উনি প্রথমে মাথা ঝাঁকিয়েছেন। তাই আমরাও ভেবেছিলাম রিভিউ নিলে সুযোগ আছে আউট হওয়ার। কিন্তু শেষ পর্যন্ত হয়নি।’

ম্যাচের চতুর্থ দিন শেষে আট উইকেটে ২৬৮ রান করেছে শ্রীলঙ্কা। দুই উইকেট হাতে রেখে বাংলাদেশের সামনে ১৩৯ রানের লক্ষ্য রেখেছে হেরাথের দল। আগামীকাল সকালে আবার ব্যাটিংয়ে নামবেন ২৬ রান করা দিলরুয়ান পেরেরা ও ১৬ রানে অপরাজিত থাকা সুরঙ্গা লাকমল।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন