ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ

  25-03-2017 01:07PM

পিএনএস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর ৩টায় রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

টাইগারদের ওয়ানডে মিশনে একাদশে কারা কারা থাকছেন সেটা গতকালই প্রায় চূড়ান্ত হয়েছে। উইকেটের পেছনে গ্লাভস হাতে মুশফিকুর রহিমকেই দেখা যাবে। তাই নুরুল হাসান সোহানের জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। সৌম্য রানে ফেরায় ইমরুলের খেলার সম্ভাবনা খুবই কম।

তবে আজই অভিষেক হতে পারে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। সিরিজের ১৬ সদস্যের স্কোয়াডে প্রথমে না থাকলেও হঠাৎই গত বৃহস্পতিবার (২৩ মার্চ) তাকে শ্রীলঙ্কায় ডেকে এনে স্কোয়াডে অন্তর্ভুক্তি করা হয়।

যদি এই ম্যাচে তিন স্পিনার নিয়ে খেলতে নামে টাইগাররা তবে জায়গা পেতে পারেন আরেক স্পিনার সানজামুল ইসলাম। আর যদি তিন পেসার নেয়া হয় তবে সানজামুলের বদলে জায়গা পেতে পারেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ/সানজামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন