শতক পেলেন তামিম

  25-03-2017 06:45PM

পিএনএস: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতেই তামিম ইকবাল ছুঁয়েছিলেন দারুণ এক মাইলফলক। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে পূর্ণ করেছিলেন ১০ হাজার রান। মাইলফলকের এই ম্যাচটা দারুণ এক শতক দিয়েও স্মরণীয় করে রাখলেন বাঁহাতি এই ওপেনার।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর তামিম আজ খেলতে নেমেছিলেন নিজের ১৬৩তম ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের এই শতকটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম শতক। এই প্রতিবেদন লেখার সময় ১২৮ বলে ১০১ রানের লড়াকু এই ইনিংসটি খেলে অপরাজিত আছেন তামিম। দারুণ এই শতরানের ইনিংসটি খেলার পথে তিনি মেরেছেন ১২টি চার।

আজ ডাম্বুলাতে শুরু থেকেই দারুণ খেলেছেন তামিম। পঞ্চম ওভারে সৌম্য সরকারের উইকেট হারালেও তাঁর অভাবটা টের পেতে দেননি তামিম ও সাব্বির রহমান। দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা দারুণভাবেই সামলে নিয়েছিলেন তাঁরা। সাব্বির ৫৪ রান করে ফিরে গেলেও তামিম ছিলেন অবিচল। পুরো ইনিংসেই বাংলাদেশের ব্যাটিং ভরসা হয়ে উইকেটে টিকে ছিলেন বাঁহাতি এই ওপেনার। চতুর্থ উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে তামিমের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ১১৪ রান।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন