ফিরে দেখা; লঙ্কানদের সাথে টাইগারদের ৫ জয়

  26-03-2017 06:34AM

পিএনএস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে মোট ৩৯ ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় পাঁচটি, হার ৩৩ ম্যাচে। এক ম্যাচ হয়েছে পরিত্যক্ত।এই পাঁচ জয়ের মধ্যে দেশের মাটিতে ৩টি এবং শ্রীলঙ্কায় ২টি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়টি এসেছিল ২০০৬ সালে বগুড়াতে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানোর গৌরব দেখায় টাইগাররা ২০১৩ সালে। চার বছর পর লঙ্কানদের আবার হারানোর কৃতিত্ব দেখালো টাইগাররা। নিচে লঙ্কানদের বিপক্ষে পাঁচটি জয় তুলে ধরা হলো।
২২শে ফেব্রুয়ারি, ২০০৬
ভেন্যু: শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া
টস: বাংলাদেশ, ফিল্ডিং
শ্রীলঙ্কা: ৪৯ ওভার; ২১২/১০ (সনৎ জয়াসুরিয়া ৯৬, কুমার সাঙ্গাকারা ২৩, মাহেলা জয়াবর্ধনে ৯, সৈয়দ রাসেল ২/২৮, অলক কাপালী ২/২৯, মোহাম্মদ রফিক ২/৪০, আফতাব আহমেদ ১/২৪, মাশরাফি ১/৩১, নাজমুল হোসেন ১/৫৯)।
বাংলাদেশ: ৪৭ ওভার; ২১৩/৬ (জাভেদ ওমর ৪০, শাহরিয়ার নাফীস ১৭, রাজিন সালেহ ৬, আশরাফুল ৫১, হাবিবুল বাশার ৩৩, আফতাব ৩২*, অলক ১৮, খালেদ মাসুদ২*,ফারনানডো ২/৪৮)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: আফতাব আহমেদ (বাংলাদেশ)
১৪ই জানুয়ারি ২০০৯
ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা
টস: বাংলাদেশ, ফিল্ডিং
শ্রীলঙ্কা: ৩০.৩ ওভার; ১৪৭/১০ (জয়াসুরিয়া ৫৪, জয়াবর্ধনে ২৮, কাপুগেদেরা ২৮, রুবেল হোসেন ৪/৩৩, মাশরাফি ৩/২৫, মাহবুবুল আলম ১/২৫, নাঈম ইসলাম ১/২৪)।
বাংলাদেশ: ২৩.৫ ওভার; ১৫১/৫ (তামিম ৯, জুনাইদ সিদ্দিকী ০, মুশফিক ১, আশরাফুল ২৬, সাকিব আল হাসান ৯২*, রকিবুল হাসান ৩, নাঈম ১২*, থিলান তুষারা ১/১২, কুলাসেকারা ১/৪৫)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: সাকিব আল হাসান (বাংলাদেশ)
২০শে মার্চ ২০১২
ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা
টস: বাংলাদেশ, ফিল্ডিং
শ্রীলঙ্কা: ৪৯.৫ ওভার; ২৩২ (কাপুদেদেরা ৬২, লাহিরু থিরিমান্নে ৪৮, উপুল থারাঙ্গা ৪৮, নাজমুল হোসেন ৩/৩২, আবদুর রাজ্জাক ২/৪৪, সাকিব ২/৫৬, মাশরাফি ১/৩০, শাহাদাত হোসেন ১/৫১)।
বাংলাদেশ: ৩৭.১ ওভার; ২১২/৫ (তামিম ৫৯, নাজিমুদ্দিন ৬, জহুরুল ইসলাম ২, মুশফিক ১, সাকিব ৫৬, নাসির হোসেন ৩৬*, মাহমুদুল্লাহ ৩২*, কুলাসেকারা ২/৩০, সেনানায়েকে ২/৩৮)।
ফল: বৃষ্টি আইনে বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: সাকিব আল হাসান (বাংলাদেশ)
২৮শে মার্চ ২০১৩
ভেন্যু: পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম
টস: শ্রীলঙ্কা, ব্যাটিং
শ্রীলঙ্কা: ৫০ ওভার; ৩০২/৯ (কুশল পেরেরা ৫৬, তিলকরত্নে দিলশান ১২৫, সাঙ্গাকারা ৪৮, আবদুর রাজ্জাক ৫/৬২, মাহমুদুল্লাহ ১/৫০, সোহাগ গাজী ১/৫২, জিয়াউর রহমান ১/৬৫, শাহাদাত হোসেন ১/৭১)।
বাংলাদেশ: ২৬ ওভার; ১৮৪/৭ (এনামুল হক বিজয় ৪০, আশরাফুল ২৯, জহুরুল ইসলাম ২৬, মুশফিক ৯, নাসির ৩৩*, মাহমুদুল্লাহ ৬, মুমিনুল হক ১১, জিয়াউর ০, সোহাগ ৪*, লাসিথ মালিঙ্গা ২/২৯, সেনানায়েকে ২/২৬, অ্যাঞ্জেলো ম্যাথিউস ২/৩৯)।
ফল: বৃষ্টি আইনে বাংলাদেশ ৩ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)
২৫ মার্চ ২০১৭
ভেন্যু : ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম
টস : শ্রীলঙ্কা
বাংলাদেশ: ৫০ ওভারে ৩২৪/৫ (সৌম্য সরকার ১০, সাব্বির রহমান ৫৪, মুশফিকুর রহিম ১, সাকিব আল হাসান ৭২, তামিম ইকবাল ১২৭, মাহমুদউল্লাহ ১৩, মোসাদ্দেক ২৪; লাকমাল ২/৪৫, কুমারা ১/৭৪, সানদাকান ১/৪৩, গুনারাত্নে ১/৪০)।
শ্রীলঙ্কা : ৪৫.১ ওভার ২৩৪/১০ (থারাঙ্গা ১৯, চান্ডিমাল ৫৯, গাণারত্নে ২৪, শ্রীবর্ধনে ২২, পাথিরানা ৩১, পেরেরা ৫৫ ; মিরাজ ২/৪৩, মাশরাফি ২/৩৫, মোস্তাফিজ ৩/৫৬, তাসকিন ১/৪১, সাকিব ১/৩৩)
ফল: বাংলাদেশ ৯০ রানে জয়ী।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন