বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ

  28-03-2017 09:42PM

পিএনএস: রোমাঞ্চকর এক রান তাড়ার মঞ্চ ছিল প্রস্তুত। লঙ্কানদের দারুণ ব্যাটিংয়ের পর শেষ দিকে তাসকিন আহমেদের হ্যাটট্রিকে বাংলাদেশ পেয়েছিল অনুপ্রেরণার রসদ। কিন্তু রান তাড়া শুরুই হতে পারল না বৃষ্টিতে। টানা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে দ্বিতীয় ওয়ানডে।

চার বছর আগে ঠিক এই ২৮ মার্চ পাল্লেকেলেতে শ্রীলঙ্কার মুখেমুখি হয়েছিল বাংলাদেশ। আগের ব্যাট করে শ্রীলঙ্কা ছাড়িয়েছিল তিনশ। পরে বৃষ্টিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছিল ২৭ ওভারে ১৮৩। সেই রান তাড়া করে শ্রীলঙ্কার মাটিতে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। এবারও শ্রীলঙ্কা ছাড়ালো তিনশ। নামল বৃষ্টি। কিন্তু এবার আর থামল না। দেখা হলো না, রান তাড়ায় বাংলাদেশ পারত কিনা!

কলম্বোতে শেষ ম্যাচেই তাই সিরিজের ফয়সালা হবে। জিতলে সিরিজ বাংলাদেশের। শ্রীলঙ্কার সিরিজ জয়ের আশা শেষ। কেবল ড্র করতে পারে তারা পরের ম্যাচ জিতে।

আগামী শনিবার ম্যাচটি হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে, যে মাঠে সাধারণত টেস্ট ম্যাচই বেশি হয়। সবশেষ ওয়ানডে হয়েছিল ৬ বছর আগে। ফ্লাডলাইট নেই এই মাঠে, এটি হবে তাই দিনের ম্যাচ।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন