আফগান নৈপুণ্যে ভারতের বিদায়

  30-03-2017 07:46PM

পিএনএস: ইমার্জিং টিমস এশিয়া কাপে শক্তিশালী ভারতকে হারিয়ে চমক দেখাল আফগানিস্তান। ভারতের দেয়া ২৪৩ রানের টার্গেট ২ উইকেট ও ২১ বল হাতে রেখেই টপকে যায় আফগানরা।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। আফগান বোলার নাভেন উল হক ও গুলবাদিন নায়েবের বোলিং তোপে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হরিয়ে ২৪২ রান করে ভারত অনূর্ধ্ব ২৩ দল।

ভরতের পক্ষে হানুমা বিহারি সর্বোচ্চ ৫৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া শুভমান গিল ৪৬ এবং অপরাজিথ ৩৮ রান করেন।

আফগানিস্তানের হয়ে নাভেন উল হক ৪টি এবং গুলবাদিন নায়েব ২টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে ইউনাস আহমাদজি ও সামিউল্লাহ শেনওয়ারির ব্যাটে ভর করে ২ উইকেটের জয় পায় আফগানিস্তান।

আহমাদজি ৫১ এবং শেনওয়ারি ৫০ রান করেন। এছাড়া ওপেনার শহিদুল্লাহ ৪২ রানের ইনিংস উপহার দেন।

ভারতের হয়ে ২টি করে উইকেট নেন গানি ও নাগরকোটি এবং ১টি করে উইকেট পান শেত ও অশ্বিন ক্রিস্ট।

এই পরাজয়ে ইমার্জি কাপ থেকে বিদায় নিতে হল ভারতকে।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন