১৬টি বল কাল হল মুস্তাফিজের

  19-04-2017 09:19PM

পিএনএস, ক্রীড়া ডেস্ক : আইপিএল খেলার জন্য বোর্ডের ছাড়পত্র নিয়ে উড়ে গিয়েছিলেন ভারতে। পরের দিনই ১২ এপ্রিল চলতি আসরের শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বল করলেন ২.৪ ওভার। বেদম মার খেয়ে রান দিয়ে বসলেন ৩৪! যার মধ্যে প্রথম ওভারেই ১৯। কাটার মাস্টারের ঐ ১৬টি বল টানা তিন ম্যাচ মাঠের বাইরে রাখল তাকে।

হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে হায়দরাবাদ। দলীয় ১২ রানেই সাজঘরে ফিরেছেন ৪ রান করা অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা মুস্তাফিজের জন্যই আইপিএলের প্রতি আগ্রহ ছিল বাংলাদেশিদের। আজ টসের পরই তা কমে গেছে।

অথচ, গত আইপিএলটা কী দুর্দান্তই না কেটেছে মুস্তাফিজের! একটি ম্যাচই তাকে এবার প্রায় ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। দ্য ফিজ একটি ম্যাচ খেলার সুযোগ পেলেও অন্যদিকে সাকিব এখনও পর্যন্ত মাঠেই নামতে পারেননি!

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন