রাতে বার্সা-রিয়াল মহারণ

  23-04-2017 02:41PM

পিএনএস ডেস্ক: আজ রাতে লা লিগায় ঐতিহাসিক এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রবিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে। শিরোপা দৌড়ে এগিয়ে রিয়াল। ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে জিনেদিন জিদানের শীর্ষরা। আর ৩২ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭২। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে মেসিবাহিনী।

লিগ হোক বা অন্য যেকোনো টুর্নামেন্ট, এল ক্লাসিকো মানেই অন্য রকম রোমাঞ্চ। দুই দলের চিরবৈরিতার ইতিহাস তো আছেই, সাম্প্রতিককালে এর সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে মেসি-রোনালদো দ্বৈরথ। এই ম্যাচটি রিয়ালের লা লিগা শিরোপা প্রায় নিশ্চিত করার লড়াই। অপর দিকে শিরোপার লড়াইয়ে টিকে থাকার শেষ সুযোগ বার্সেলোনার।

রিয়াল কোচ জিদান জানিয়েছেন, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে দমে যাওয়ার মতো দল বার্সেলোনা নয়। আমাদের তাই সেরা খেলাটাই খেলতে হবে। তবে ৩ পয়েন্ট ছাড়া আর কিছু ভাবছি না।’ বার্সা কোচ লুইস এনরিও কম বলেননি। এনরি বলেন, ‘এই ম্যাচ দিয়েই লা লিগা শিরোপার মীমাংসা হয়ে যেতে পারে অথবা লড়াইটা উন্মুক্ত হয়ে যেতে পারে। আমরা আগেও অনেকবার দেখিয়েছি, এই মাঠে (বার্নাব্যুতে) জেতা সম্ভব।’

নিষেধাজ্ঞার কারণে দলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমারের খেলা নিয়ে রয়েছে শঙ্কা কাতালানরা। দলের আরও কয়েকজন খেলোয়াড় রয়েছেন ইনজুরির কবলে। চ্যাম্পিয়ন লিগে বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়ে রিয়াল বেশ উজ্জীবিত।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন