বিদায় সংবর্ধনার প্রয়োজন নেই আফ্রিদির

  28-04-2017 04:21PM

পিএনএস ডেস্ক: কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি বিদায়ের ঘোষণা দিয়েছেন অনেক আগেই। তাকে বিদায় সংবর্ধনা দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন পিসিবি নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি। সে সময় আফ্রিদি কোনো প্রতি উত্তর না দিলেও এবার তিনি মুখ খুলেছেন।

শুক্রবার পাকিস্তানের সাবেক এই অধিনায়ক নাজাম শেঠির ‘বিদায় সংবর্ধনা’কে সরাসরি না বলে দিয়েছেন। বিশ্ব ক্রিকেটের সাবেক এই কিংবদন্তি শুক্রবার এক টুইট বার্তায় জানান,‘আমার সাথে দেখা করার জন্য এবং বিদায় সংবর্ধনার অফার জানানোর জন্য ধন্যবাদ । দুর্ভাগ্যক্রমে আমার ওয়াদার কারণে আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারলাম না।’

উল্লেখ্য গত রবিবার নাজাম শেঠি লাহোরে আফ্রিদির সাথে দেখা করে তাকে বিদায় সংবর্ধনার প্রস্তাব দেন।

আফ্রিদির টুইটে উল্লেখিত ‘ওয়াদা’টি হলো তিনি আগে মন্তব্য করেছিলেন বিদায় সংবর্ধনা শুধু ‘নতুন একটা প্রথা মাত্র’।

আফ্রিদি গত সেপ্টেম্বর মাসে পিসিবি’র কাছে দাবি করেছিলেন তাকে যেন একটি বিদায়ী ম্যাচ উপহার দেয়া হয়। তিনি তখন বলেছিলেন,‘একটি বিদায়ী ম্যাচ পাওয়া আমার অধিকার।’

এই বছরের ফেব্রুয়ারী মাসেই সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের বিদায় ঘোষণা করেছিলেন। ২১ বছরের দীর্ঘ একটি ক্রিকেট মহাযাত্রার বিদায় দিয়েছিলেন এই কিংবদন্তী অল রাউন্ডার।

৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ২০১০ সালে টেস্ট তেকে বিদায় নিয়েছিলেন। ওডিআইকে গুডবাই জানিয়েছিলেন ২০১৫ বিশ্বকাপের পরেই। সর্বশেষ ২০১৬ সাল পর্যন্ত টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন তিনি। সূত্র: ডন


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন