ফিরছেন নেইমার

  29-04-2017 05:03PM

পিএনএস ডেস্ক:অবশেষে শাপমুক্ত হচ্ছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। মালাগার কাছে হেরে যাওয়া ম্যাচে লাল কার্ড, সঙ্গে সহকারী রেফারিকে বাজে অঙ্গভঙ্গি করার অপরাধে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় বার্সেলোনার সুপারস্টারকে। যে কারণে রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকো এবং সর্বশেষ ওসাসুনার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার দ্য সিলভা জুনিয়র।

তিন ম্যাচের নিষেধাজ্ঞা কেটে গেলো। এবার আর মাঠে নামতে বাধা নেই নেইমারের। শনিবার এস্পানিওলের বিরুদ্ধে কাতালান ডার্বিতে মাঠে নামছেন তিনি। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে এখন পূর্ণ শক্তি প্রয়োজন লুইস এনরিকের শিষ্যদের। নেইমারের দলে ফেরায় খুশি কাতালান সমর্থকরা।

বার্সা যেখানে শীর্ষে, সেখানে প্রতিপক্ষ এস্পানিওল রয়েছে ৯ নম্বরে। তবে বার্সেলোনার কাছে এই ম্যাচটার গুরুত্ব এল ক্ল্যাসিকোর চেয়ে কোনো অংশে কম নয়। কারণ একে তো শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ, দ্বিতীয়ত নেপথ্যে একই শহরের দুই ক্লাবের চিরকালীন শত্রুতা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন