চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ভারত

  30-04-2017 12:13PM

পিএনএস ডেস্ক:চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার শেষ তারিখ ছিল গত ২৫ এপ্রিল। ৮ দলের ভারত ছাড়া সবাই দল ঘোষণা করেছে। আইসিসিতে ভোটের মাধ্যমে ক্রিকেটে ‘দাদাগিরি’ হারিয়ে ভারত আইসিসির উপর চাপ সৃষ্টির জন্য এই পন্থা অবলম্বন করেছিল। তাই জোর গুঞ্জন ছিল ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে পারে। তবে এব্যাপারে কঠোর অবস্থান নেয় আইসিসি ও বাকি দলগুলো।

আগামী ১ থেকে ১৮ জুন থেকেই ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসির দ্বিতীয় মেগা ইভেন্ট। প্রয়োজনে ভারতের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজকে নিয়েও টুর্নামেন্ট চালিয়ে যেতে পারে আইসিসি। - এমনটাই দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান।

তবে জানা গেছে, আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত থেকে সরে আসছে বিসিসিআই! নিজেদের স্বার্থের কারণেই বৈশ্বিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায় ভারত।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই’র এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আগামী ৭ মে স্পেশাল জেনারেল মিটিং (এসজিএম) ডেকেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেদিনের সভা শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশ নিবে কিনা তা চূড়ান্ত হবে।’

তিনি বলেন, ‘আমরা এসজিএমে বসে দল নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জনের সিদ্ধান্ত আমাদের ঘরকেই ভেঙে দিবে। সামান্য কারণের জন্য আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জন করতে পারি না। এতে আমাদেরই ক্ষতি হতে পারে। ক্ষতির অঙ্কটা দুই হাজার কোটি রূপির মত। যদি বোর্ড এ সিদ্ধান্ত নেয় এবং বিদেশি বোর্ডগুলো আইপিএলে খেলোয়াড় পাঠাতে অস্বীকৃতি জানায় তখন ক্ষতি আমাদের হবে। আইপিএলের দরজা তখন বন্ধ হয়ে যাবে। এতে পুরো ক্ষতি হবে বিসিসিআইয়ের ।’

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বিনোদ রায় বলেছেন, ‘আমরা বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারিকে এসজিএমে রাজি করানোর চেষ্টা করব। আশা করছি ইতিবাচক কোনো ফল দিতে পারব।’


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন