৪৬ বছরের রেকর্ড ভাঙলেন রোনাল্ডো

  19-05-2017 06:26AM



পিএনএস ডেস্ক: বৃহস্পতিবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে সেল্টা ভিগোকে ৪-১ উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্যান্টিয়াগো বার্নাব্যুতে লা লিগা নিয়ে আসার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে জিনেদিন জিদানের দল।

এই ম্যাচেই রোনাল্ডো ৩৬৭ ও ৩৬৮ তম লিগ গোলটি করেছেন। আর এই গোলের সৌজন্যেই সিআর সেভেন টপকে গিয়েছেন জিমি গ্রিভসকে। ইউরোপের সেরা পাঁচটি লিগ মিলিয়ে সবচেয়ে বেশি গোল ছিল গ্রিভসের। ইংল্যান্ডের ফুটবলারটি করেছিলেন ৩৬৬টি গোল।

রোনাল্ডো সেভিয়া ম্যাচেই গ্রিভসকে ছুঁয়েছিলেন। ওদিনই জার্মান কিংবদনন্তি গার্ড মুলারকে টপকে গিয়েছিলেন তিনি। সেল্টার বিরুদ্ধে টপকে গেলেন টটেনহ্যামের ফুটবলারকে। ৪৬ বছর ধরে গ্রিভস এই রেকর্ডটি নিজের কাছে রেখে দিয়েছিলেন। সেটাই কেড়ে নিলেন সিআর সেভেন। তাও গ্রিভসের চেয়ে ৬৮টি কম ম্যাচ খেলে। রোনাল্ডো এখন প্রতি ম্যাচেই জ্বলে উঠছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন