টেস্ট র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়লো বাংলাদেশের

  19-05-2017 11:38AM

পিএনএস ডেস্ক: টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবস্থানের পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিলো ৬৬। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্ট ম্যাচ জয়ের পর নতুন র‍্যাংকিংয়ে বৃদ্ধি পেয়েছে তিন পয়েন্ট। নতুন অবস্থায় বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৯।

এদিকে, শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারতের পাশে এক পয়েন্ট যোগ হয়েছে। অন্যদিকে, মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের একটিতে জয় ও বাকি দুই ম্যাচে ড্র করায় বাড়তি আট পয়েন্ট যোগ করেছে দক্ষিণ আফ্রিকা দল। অর্থাৎ, তাদের নতুন পয়েন্ট ১১৭। তবে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অবনতি হয়েছে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের। আট পয়েন্ট হারিয়েছে অজিরা। আর জিম্বাবুয়ে অবশিষ্ট পাঁচ পয়েন্ট হারিয়েছে এই মুহূর্তে শূন্য রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে আছে।

টেস্টে আইসিসির দেওয়া নতুন র‍্যাঙ্কিং:

১। ভারত -১২৩ (+১)
২। দক্ষিণ আফ্রিকা- ১১৭ (+৮)
৩। অস্ট্রেলিয়া- ১০০ (-৮)
৪। ইংল্যান্ড- ৯৯ (-২)
৫। নিউজিল্যান্ড- ৯৭
৬। পাকিস্তান- ৯৩ (-৪)
৭। শ্রীলঙ্কা- ৯১
৮। ওয়েস্ট ইন্ডিজ- ৭৫
৯। বাংলাদেশ- ৬৯ (+৩)
১০। জিম্বাবুয়ে- ০ (-৫)


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন