সিরিজে টিকে থাকতে বাংলাদেশের প্রয়োজন ১৮২ রান

  19-05-2017 06:02PM

পিএনএস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে। স্বাগতিকদের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতেই টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় টিম বাংলাদেশ। ৪৬.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে আইরিশরা সংগ্রহ করে ১৮১ রান। সিরিজে টিকে থাকার লড়াইয়ে টাইগারদের করতে হবে ১৮২ রান।

২৮তম ওভারে নায়াল ও’ব্রায়ানকে ফিরিয়ে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। পরের ওভারে জয়সেকে ফিরিয়ে দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন সানজামুল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আয়ারল্যান্ড ৩৩ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করেছে।

শূন্য রানে উদ্বোধনী জুটি ভাঙেন মুস্তাফিজ
উদ্বোধনী ব্যাটসম্যান পল স্ট্রিলিংকে ফিরিয়ে দিয়ে আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলীয় শূন্য রানে প্রথম উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে স্বাগতিকরা। নবম ওভারের তৃতীয় বলে মোসাদ্দেকের হাতে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।

ইনিংসের প্রথম ওভারটি ছিল মেডেন ওভার। আজকের ম্যাচের প্রথম ওভার করেন রুবেল হোসেন।

২০১৫ সালের ১৭ এপ্রিলের পর এই প্রথম কোনো ওয়ানডেতে দলের প্রথম ওভার করার সুযোগ পেলেন রুবেল হোসেন। পুরো ক্যারিয়ারে এ নিয়ে মোটে চতুর্থবার প্রথম ওভার করলেন ডানহাতি এই পেসার।

মিরাজ বাদ, সানজামুলের অভিষেক
আজকের ম্যাচে মেহেদী হাসান মিরাজের বদলে খেলছেন আজকের ম্যাচে অভিষেক হওয়া সানজামুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৪ ম্যাচে ৮০ উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। অভিষেক ম্যাচের প্রথম ওভারেই বাংলাদেশের জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা জয়সেকে (৪৬) শিকারে পরিণত করেন সানজামুল।


টস জয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ডাবলিনের ম্যালাহাইডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আইরিশদের ব্যাট করার আমন্ত্রণ জানান।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুটি ওয়ানডে ম্যাচে তার সুফল পাওয়া যায়নি। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেটে ব্যাটিংয়ে লড়াই করতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে উইকেট নিজেদের অনুকূলে থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে। আর গত পরশু কিউইদের বিপক্ষে চার উইকেটে হেরেছে টাইগাররা। চ্যাম্পিয়নের দৌড়ে টিকে থাকতে হলে টাইগারদের জিততেই হবে।


বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন