তামিম-সাকিবের উর্ধ্বে সৌম্য!

  22-05-2017 04:02PM

পিএনএস ডেস্ক: ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটে টাইগার ওপেনার সৌম্য সরকারের। এরপরের বছর অর্থাৎ ২০১৫ সালটি অনেকটা স্বপ্নের মতোই কাটান সৌম্য। সে বছর পাকিস্তানের বিপক্ষে ১২৭ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজে টানা দুই ম্যাচে ৮৮ এবং ৯০ রান তাঁকে দলের অটোম্যাটিক চয়েজে পরিণত করে।

দুর্দান্ত ফর্মে থাকা সেই সৌম্যই কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন গত বছর। টানা ব্যাটিং ব্যর্থতায় দলে সৌম্যর অন্তর্ভুক্তি নিয়েই প্রশ্ন উঠেছিলো। পুরনো সেই আত্মবিশ্বাসী সৌম্যকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না বেশ অনেকদিন থেকেই। তবে এরপরেও টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে সাতক্ষীরার এই প্রতিভাবান ব্যাটসম্যানের ওপর। ব্যাটিং ব্যর্থতার পরও তাঁকে দলে জায়গা দিয়েছে বারংবার। সেই আস্থার প্রতিদান সৌম্য অবশ্য দিয়েছেন। ইতিমধ্যে ব্যাট হাতে সেই পুরনো রূপে ফিরেছেন তিনি।

যার সর্বশেষ নজির দেখা গেল চলতি মাসের ১৯ তারিখ (শুক্রবার) আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজে সৌম্যর অপরাজিত ৮৭ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৮ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। এরই সাথে একটি রেকর্ডও গড়েছেন টাইগার ওপেনার সৌম্য। এখন পর্যন্ত বাংলাদেশ জয় পেয়েছে এমন ম্যাচগুলোতে সবচেয়ে বেশি ব্যাটিং গড় সাতক্ষীরার এই ব্যাটসম্যানের। বাংলাদেশ জিতেছে এমন ১৫ ম্যাচে সৌম্যর ব্যাটিং গড় বর্তমানে ৫২.৩৩। ৭৭ টি ম্যাচে ৪৯.১৮ গড় নিয়ে দ্বিতীয়তে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

দল জিতেছে এমন ওয়ানডেতে কমপক্ষে পাঁচ ইনিংস ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি গড়ের মালিকের নামটা অবাকই করবে—আন্দিলে ফিকোয়াও। পাঁচ ইনিংসের চারটিতেই অপরাজিত থাকায় দক্ষিণ আফ্রিকার তরুণ অলরাউন্ডারের ব্যাটিং গড় ৯৬.০০। এরপর যথাক্রমে আছেন শাহরিয়ার নাফিস, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল। বাংলাদেশ জয় পেয়েছে এমন ৩৪ টি ম্যাচে নাফিসের গড় ৪৮.৯৩। অপরদিকে ৬০ টি ম্যাচে মাহমুদউল্লাহর গড় রান ৪৬.৩৯। তালিকার পঞ্চমে থাকা তামিম ইকবালের ব্যাটিং গড় ৪৮ ম্যাচে ৪৪.৮৭।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন