টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ : ৫০ ওভারে ২৭০/৮

  24-05-2017 03:52PM

পিএনএস ডেস্ক : ডাবলিনের মালাহাইডে নিজেদের আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। ডাবলিনের অন্য মাঠ ক্লনটার্ফে আজ ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। একাদশে পরিবর্তন এসেছে একটা।

এই ম্যাচের সর্বশেষ স্কোর ৪৬ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ২৪৮/৭।
রনকি আউট! ব্রেক থ্রু এনে দিলেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে তুলে মারতে গিয়ে এক্সট্রা কাভারে সাকিব আল হাসানের ক্যাচ হওয়ার আগে রনকির রান ২।


আগের ম্যাচে অভিষিক্ত বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম বাদ পড়েছেন। প্রায় সাত মাস পর একাদশে সুযোগ পেয়েছেন নাসির হোসেন। ৫৮ ওয়ানডে খেলা বাংলাদেশ দলের এই অলরাউন্ডার সর্বশেষ খেলেছেন গত অক্টোবরে দেশের মাটিতে হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তাঁকে অবশ্য রাখা হয়নি চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে। নাসির শুধু আছেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। প্রায় পুরো সফরই বসে কাটিয়েছেন তিনি। সফরের শেষ ম্যাচ দিয়ে সেই অপেক্ষার অবসান হচ্ছে এই অলরাউন্ডারের।

বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ:
টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, নিল ব্রুম, রস টেলর, কোরি অ্যান্ডারসন, কলিন মানরো, জিমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট, জিতান প্যাটেল।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন