দুর্দান্তভাবে ম্যাচে ফিরল বাংলাদেশ : জয়ের জন্য প্রয়োজন ২৭১ রান

  24-05-2017 07:34PM

পিএনএস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ২৭১ রান। এর আগে মুস্তাফিজ, নাসির, সাকিব ও মাশরাফির পর ব্ল্যাক ক্যাপসদের লাগাম টেনে ধরেছেন বাংলাদেশি পেসার রুবেল হোসেনও। রুবেলের ইয়র্কারে সরাসরি পরাস্ত হয়েছেন ম্যাট হেনরি। ৫ রানে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন এ কিউই ব্যাটসম্যান।

এর আগে নাসির হোসেনের পর কিউই শিবিরে জোড়া আঘাত হানলেন সাকিব আল হাসান। জোড়া আঘাত হানলেন অধিনায়ক মাশরাফি মর্তুজাও। এই ত্রয়ীর আঘাতে দারুণ সূচনা করেও ম্যাচের ওপর নিয়ন্ত্রণ এখন টাইগার বাহিনীর।

সাকিব ফিরিয়েছেন কোরি অ্যান্ডারসন ও মিচেল স্যান্টনারকে। আর মাশরাফি ফেরান জিমি নিশাম ও কলিন মুনরোকে। এর আগে নিল ব্রুম-টম ল্যাথাম জুটিকে সাজঘরে পাঠান ৭ মাস পর একাদশে ফেরা নাসির হোসেন।

বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ:
টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, নিল ব্রুম, রস টেলর, কোরি অ্যান্ডারসন, কলিন মানরো, জিমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট, জিতান প্যাটেল।


পিএনএস/জে এ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন