গৌতম গম্ভীর চার ম্যাচ নিষিদ্ধ

  18-06-2017 01:23PM

পিএনএস ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে চার ম্যাচ নিষিদ্ধ হলেন ভারতীয় দলের এক সময়কার ওপেনার গৌতম গম্ভীর। এবছর ৬ই মার্চ ভুবনেশ্বরে বিজয় হাজারে ট্রফির একটি ম্যাচে দিল্লির কোচ ভাস্কর পিল্লাই গৌতম গম্ভীরের বিরুদ্ধে তার গায়ে হাত তোলার অভিযোগ করেন।

এই অভিযোগের ভিত্তিতে ডিডিসিএ আইনজীবী বিক্রমজিত সেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে গম্ভীরকে চারটি ঘরোয়া ম্যাচ নিষিদ্ধ করেোড়েছডিডিসিএ।

এই ঘটনার পর কম জল ঘোলা হয়নি। অবশেষে তদন্ত কমিটি গৌতম গম্ভীরকে দোষী সাব্যস্ত করে। শাস্তি স্বরূপ তাকে ৪টি ঘরোয়া ম্যাচ থেকে নিষিদ্ধ করে দেওয়া হল।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন