পিএনএস ডেস্ক : অল্পতে উইকেট খোয়ালেন কেদার যাদবও। এতে ১৭ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮৯/৬-এ। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে কমবয়সী পাইনালিস্টের রেকর্ডটি শাদাব খানের। আর ১৮ বছর বয়সী পাকিস্তানি এ লেগ স্পিনারের ডেলিভারিতে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান যুবরাজ সিং। আর মহেন্দ্র সিং ধোনিকে সাজঘরে ফেরান হাসান আলী। এর আগে আসরের সর্বাধিক রান সংগ্রাহক শিখর ধাওয়ানকেও সাজঘরে ফেরান মোহাম্মদ আমির। পাকিস্তানি এ পেসারের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন শিখর ধাওয়ান। এতে ৯ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৩/৩-এ। এর আগে মোহাম্মদ আমিরের ডেলিভারিতে সিøপে দেয়া বিরাট কোহলির ক্যাচ ফেলে দেন আজহার আলী। তবে লাইফটা কাজে লাগাতে পারেননি ভারত অধিনায়ক। পরের বলেই পয়েন্টে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। এতে ২.৪ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬/২-এ। ইনিংসের মাত্র তৃতীয় বলেই উইকেট খোয়ান আসরে ভারতের সফল ব্যাটসম্যান রোহিত শর্মা।
পাকিস্তানের পেস তারকা মোহাম্মদ আমিরের ডেলিভারিতে এলবিডাব্লিউর ফাঁদে জড়ান এ ভারতীয় ওপেনার। ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পাকিস্তান দলের বাইরে ছিলেন বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির।
পিএনএস/জে এ/ মোহন
কেদারের বিদায়ে ভারতের সংগ্রহ ৮৯/৬
