এবার সিংহের দেশে কিংয়ের নাইটরা

  20-06-2017 02:36PM

পিএনএস ডেস্ক : শাখা বিস্তার করল নাইট রাইডার্স৷ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পর এবার দক্ষিণ আফ্রিকায় টি-২০ ফ্র্যাঞ্চাইজি কিনলেন শাহরুখ খান৷বলিউড বাদশার সঙ্গে হাত মিলিয়েছে জিএমআর গ্রুপ, দিল্লি ডেয়ারডেভিলস দলটা এই সংস্থারই৷

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) লন্ডনে নতুন টি-২০ গ্লোবাল লিগের কথা ঘোষণা করেছে৷আট দলের এই লড়াইয়ে ড্রাফট হবে ১৯ অগস্ট৷কিং খানের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স রয়েছে৷এবার সিংহের দেশে তৃতীয় দলটি কিনলেন তিনি৷শাহরুখের নয়া দলের নাম কেপ টাউন নাইট রাইডার্স৷দলের মার্কি খেলোয়াড় হয়েছেন জেপি ডুমিনি৷

দল কিনতে পেরে উচ্ছ্বসিত শাহরুখ৷তিনি বলছেন,‘‘ নতুন গ্লোবাল লিগের অংশ হতে পেরে দারুণ লাগছে৷ক্রিকেট সাউথ আফ্রিকাকে ধন্যবাদ জানাতে চাই নাইট রাইডার্সকে তাদের এই টুর্নামেন্টর অংশ করার জন্য৷দক্ষিণ আফ্রিকা অসাধারণ একটা দেশ৷আমরা এই নতুন যাত্রার জন্য মুখিয়ে আছি৷আশা করি কেপ টাউন ও নিউল্যান্ডস আমাদের নতুন ঘরের মাটি হবে৷’’

আগামী নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে টি-২০ গ্লোবাল লিগ৷১৬ ডিসেম্বর ফাইনাল৷দশ দেশের ৪০০ জন ক্রিকেটার খেলার ইচ্ছা প্রকাশ করেছেন৷টুর্নামেন্টে ইতিমধ্যেই মার্কি খেলোয়াড় হিসেবে সই করেছেন কেভিন পিটারসেন, ইয়ন মর্গ্যান, জেসন রয়, ব্রেন্ডন ম্যাকালাম ও ক্রিস গেইল৷দক্ষিণ আফ্রিকার কেপ টাউন, ডারবান, জো’বার্গ, প্রিটোরিয়া, ব্লুমফনটেন, পোর্ট এলিজাবেথ, স্টেলেনবোস ও বেনোনিতে খেলাগুলি হবে৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন