পাকিস্তানের লক্ষ্য ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান

  23-06-2017 06:03PM

পিএনএস, ক্রীড়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। গ্রুপপর্ব, সেমিফাইনাল ও ফাইনালে দারুণ পারফরম্যান্স করে তারা। সেটার পুরস্কার হিসেবে অষ্টম স্থান থেকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠস্থানে উঠে এসেছে পাকিস্তান।

এবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেন, ‘যেহেতু আমরা নতুন লক্ষ্য স্থির করেছি, সেহেতু ছেলেদের কঠোর পরিশ্রম করতে হবে। বর্তমানে আমরা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয়ে অবস্থান করছি। ইনশাল্লাহ আমরা পাকিস্তান দলকে শীর্ষস্থানে নিয়ে যাব। এটাই আমাদের এখন লক্ষ্য।’

পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পেছনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অবদান আছে বলে মনে করেন ইনজামাম। কারণ, পিএসএলে শাদাব খান, ফখর জামান ও হাসান আলীদের মতো তরুণ ক্রিকেটারদের গ্রুমিং হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে তারাই পাকিস্তানকে ফাইনাল পর্যন্ত টেনে তুলেছে এবং শিরোপা এনে দিয়েছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন