চিলিকে জয় বঞ্চিত করল তারুণ্যে ভরা জার্মানি

  24-06-2017 09:23AM


পিএনএস ডেস্ক: পূর্ণশক্তি নিয়ে নামা চিলিকে আটকে দিল তারুণ্যে ভরা জার্মানি। বৃহস্পতিবার দু’দলের খেলা ১–১ ড্র হয়।

খেলা শুরুর ৬ মিনিটের মাথায় চিলিকে এগিয়ে দেন অ্যালেক্সিস স্যাঞ্চেজ। সেই সঙ্গে নতুন রেকর্ডও জুড়ে গেল তার নামের পাশে। কিংবদন্তি মার্সেলো সালাসকে টপকে চিলির সর্বোচ্চ গোলদাতা এখন স্যাঞ্চেজই। ১১৩ ম্যাচে ৩৮টি গোল হল তার। গোলের পেছনে জার্মানির ডিফেন্সই দায়ী। স্কোড্রান মুস্তাফির মিসপাস আরতুরো ভিদাল ধরে স্যাঞ্চেজকে পাস বাড়ান। ডান পায়ের গড়ানো শটে গোল আর্সেনাল তারকার। এর কিছু পরেও এডুয়ার্ডো ভারগাস ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শট বার কাঁপিয়ে ফিরে আসে।

পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি জার্মানি। বারবার আক্রমণে যাচ্ছিল তারা। বিরতির ৪ মিনিট আগে এমরে চ্যানের থ্রু পেয়ে জোনাস হেক্টর অনবদ্য ক্রস দেন লার্স স্টিন্ডেলকে। গোল করতে ভুল করেননি স্টিন্ডেল। দ্বিতীয়ার্ধে দু’পক্ষই একে অপরকে চাপে রাখলেও, গোল করতে পারেনি কেউই। ম্যাচ শেষে স্টিন্ডেলের প্রশংসায় উচ্ছ্বসিত জার্মান কোচ জোয়াকিম লো।

বলেন, ‘দুর্দান্ত পারফরমেন্স করল আজ। যদিও ও বক্স টু বক্স প্লেয়ার, কিন্তু তাও ওকে আমি সামনে খেলাচ্ছি, কারণ বল ধরে রেখে পাস দেওয়ার দারুণ ক্ষমতা রয়েছে ওর। ডিফেন্স ভেঙে এগিয়েও যেতে পারে। সামনে এখনও অনেক বছর পড়ে। আশা করি আরও অভিজ্ঞ হয়ে উঠবে।

চিলির কোচ জুয়ান আন্তোনিও পিজ্জি আবার মুখর স্যাঞ্চেজকে নিয়ে। বললেন, ওর গোলটা স্পেশ্যাল, কারণ ওই এখন চিলির সর্বোচ্চ স্কোরার। ৪ পয়েন্ট নিয়ে দু’দলই গ্রুপ এর প্রথম দুটো স্থান দখল করে রয়েছে। শেষ ম্যাচে জার্মানি খেলবে ক্যামেরুনের সঙ্গে, চিলির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন