স্বজনদের সঙ্গে সাকিব-মুস্তাফিজের ঈদ

  26-06-2017 12:41PM


পিএনএস, মাগুরা: মাগুরা ও সাতক্ষীরায় বাবার সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

জানা গেছে, সকাল ৯টায় বাবা মাশরুর রেজা কুটিলের সঙ্গে মাগুরার প্রধান জামাতে সাকিব নামাজ আদায় করেন এবং দোয়ায় অংশ গ্রহণ করেন।

এসময় জেলা প্রশাসক আতিকুর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ মাগুরা পৌরসভা আয়োজিত বৃহত্তর এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। পরে সাকিব শহরের কেশব মোড়ে নিজ বাড়িতে যান।

সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা সাংবাদিকদের জানান, ‘ঈদের দিন পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সাকিব সারা দিন কাটাবেন। পরে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বাড়িতে যাবেন।’

অন্যদিকে মুসলমানদের বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পরিবার পরিজনের সাথে উদযাপনের জন্য দুদিন আগেই নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরার তেঁতুলিয়া যানন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আজ সকালে বাবা, ভাইদের সঙ্গে ঈদের নামাজ আদায় করে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মুস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী জানান, কয়েকদিন মুস্তাফিজ আমাদের সঙ্গেই থাকবেন এবং আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করবেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন