প্রথম ইনিংসে লিড পেল জিম্বাবুয়ে

  16-07-2017 04:25PM

পিএনএস ডেস্ক: কলম্বো টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ক্রেইগ আরভিন। করেছিলেন ১৬০ রান। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৬ রান তুলেছিল জিম্বাবুয়ে।

সফরকারী জিম্বাবুইয়ানদের জবাবটা ভালোই দিয়েছিল শ্রীলঙ্কা। উপুল থারাঙ্গা ও দিনেশ চান্দিমালের জোড়া ফিফটির সুবাদে সবকটি উইকেট হারিয়ে লঙ্কানরা তুলতে পারে ৩৪৬ রান। ফলে প্রথম ইনিংসে ১০ রানের লিড পেল জিম্বাবুয়ে।

৭ উইকেটে ২৯৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। আসেলা গুনারত্নে ২৪ ও রঙ্গনা হেরাথ ৫ রানে ব্যাট করতে নামেন। আজ আর ৫৩ রান যোগ করতে সক্ষম হয় স্বাগতিকরা।

গুনারত্নে তার ইনিংসে টেনে নেন ৪৫ রান পর্যন্ত। তিনি শিকার ক্রেমারের। ২২ রান করে হেরাথ ধরাশায়ী হন উইলিয়ামসের কাছে। সুরাঙ্গা লাকমাল করেছেন ১৪ রান।

জিম্বাবুয়ের পক্ষে ৫ উইকেট নেন ক্রেমার। দুটি উইকেট নিয়েছেন উইলিয়ামস। ত্রিপানো পেয়েছেন ১ উইকেট।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন